
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় হৃদয় আলী (১৫) নামের এক কিশোর ভ্যানচালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হৃদয় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলাংগী এলাকার বাসিন্দা ইউনুস শেখের ছেলে। পরিবারের দাবি, ভ্যান ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে ভ্যান নিয়ে বের হওয়ার পর রাতে আর বাড়ি ফেরেনি হৃদয়। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়। পরে সকালে স্থানীয়রা নদীপাড়ের একটি কলাবাগানে গলা কাটা লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনিয়ে নিতে কিশোরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।