৯৩৭ কোটি টাকার মুনাফার দাবি বিমানের, প্রতিষ্ঠার ইতিহাসে রেকর্ড

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৩:২৬:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৩:২৬:৪২ অপরাহ্ন

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৪-২৫ অর্থবছরে অনিরীক্ষিত হিসেবে ৯৩৭ কোটি টাকা মুনাফা অর্জনের দাবি করেছে। সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর এ তথ্য জানান।
 

সংস্থাটি জানায়, দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, সঠিক কৌশল গ্রহণ এবং যাত্রীসেবার উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার ফলে এ সাফল্য এসেছে। এর আগে ২০২১-২২ অর্থবছরে বিমান ৪৪০ কোটি টাকার মুনাফা করেছিল, যা প্রতিষ্ঠার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে বিবেচিত। নতুন এই অর্জনকে সংস্থাটি ৫৫ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড বলে দাবি করছে।
 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বিমানের বহরে ছিল ২১টি উড়োজাহাজ, যার মধ্যে ১৯টি নিজস্ব মালিকানাধীন। বহরে রয়েছে চারটি বোয়িং ৭৮৭-৮ ও দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার, যেগুলো আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী হিসেবে বিবেচিত।
 

একই অর্থবছরে বিমানের আয় দাঁড়িয়েছে ১১ হাজার ৬৩১ কোটি টাকার বেশি। এর আগের বছর (২০২৩-২৪ অর্থবছর) প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি ১০ হাজার কোটি টাকার বেশি আয় করে। ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিমান মোট ২৬টি অর্থবছরে লাভ করেছে। করপোরেশন থেকে ২০০৭ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পর গত ১৮ বছরে বিমানের মোট পুঞ্জীভূত মুনাফা হয়েছে ৫৮৯ কোটি টাকা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]