মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, স্কুল বন্ধ ঘোষণা

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১২:৩১:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১২:৩১:০০ অপরাহ্ন

ভারতের জম্মু ও কাশ্মীরে টানা মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সোমবার (১৮ আগস্ট) প্রশাসনের নির্দেশে জম্মুর সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
 

এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৯ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রবল বর্ষণ, বজ্রঝড়, মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। ইতোমধ্যেই একাধিক জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
 

গত চার দিনে কিশ্তওয়ার ও কাঠুয়া জেলায় তিনবার ভয়াবহ মেঘভাঙা বিপর্যয় নেমে এসেছে। এর মধ্যে কিশ্তওয়ার জেলার চিনসোটি গ্রামে মাচাইল মাতা মন্দিরগামী তীর্থযাত্রীদের ওপর মেঘভাঙা বৃষ্টির ধস নেমে এসেছে। এখন পর্যন্ত সেখানে ৬৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৮২ জন নিখোঁজ এবং অন্তত ১১৬ জন আহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
 

প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, এনডিআরএফ ও স্থানীয় উদ্ধারকর্মীরা একযোগে কাজ করছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
 

আবহাওয়া দপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, জম্মু, রিয়াসি, উদম্পুর, রাজৌরি, পুঞ্চ, সাম্বা, কাঠুয়া, ডোডা, কিশ্তওয়ার ও রামবন জেলায় মেঘভাঙা বৃষ্টি, ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি সবচেয়ে বেশি। কাশ্মীর উপত্যকার কিছু অংশেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]