ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডকে হারিয়ে মৌসুমে জয় দিয়ে শুরু করল আর্সেনাল

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১২:২৬:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১২:২৬:৩৪ অপরাহ্ন

ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ১-০ গোলে হারিয়ে নতুন মৌসুমে জয় দিয়ে শুরু করেছে আর্সেনাল। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ইতালিয়ান ডিফেন্ডার রিকার্ডো ক্যালাফিওরি।
 

রোববার (১৭ আগস্ট) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠে আর্সেনালকে আতিথ্য দেয় ম্যানইউ। পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও গোল খুঁজে পায়নি এরিক টেন হাগের দল। বরং গোলকিপার বায়িন্দির ভুলে শুরুতে পাওয়া লিড ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে গানাররা।
 

খেলার ১৩তম মিনিটে প্রতিপক্ষের কর্নার ক্লিয়ার করতে গিয়ে বিপদ ডেকে আনেন স্বাগতিক গোলরক্ষক। তার হাত ছুঁয়ে দূরের পোস্টে বল পৌঁছে যায় ক্যালাফিওরির মাথায়, সেখান থেকেই জালে পাঠান তিনি। ফলে এগিয়ে যায় আর্সেনাল (১-০)।
 

এরপর ম্যাচের বাকি সময় আক্রমণ চালিয়ে যায় ইউনাইটেড। প্রায় ৬২ শতাংশ সময় বল দখলে রেখে তারা গোলমুখে ২২টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল টার্গেটে। তবে প্রতিপক্ষ রক্ষণভাগ ও গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন রেড ডেভিলরা। অন্যদিকে আর্সেনালের নেয়া ৯ শটের ৩টি ছিল লক্ষ্যে।
 

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালালেও শেষ পর্যন্ত হতাশায় ডুবেই মৌসুম শুরু করল ম্যানইউ।
 

এদিন প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে চেলসি। আর নটিংহ্যাম ফরেস্ট ৩-১ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]