ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান সাংস্কৃতিক দিবস উদযাপন

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০২:১৪:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০২:১৪:১১ পূর্বাহ্ন

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার ‘কোরিয়ান সাংস্কৃতিক দিবস’ উদযাপিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে কোরিয়ান পোশাক, খাদ্য, ক্রীড়া ও ঐতিহ্য তুলে ধরা হয় বিভিন্ন স্টলের মাধ্যমে।
 

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। আয়োজনে সহযোগিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগ, আধুনিক ভাষা ইনস্টিটিউট এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) বাংলাদেশ।
 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের চেয়ারম্যান মো. রাশেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোইকা’র কান্ট্রি ডিরেক্টর জি হুন কিম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল এবং কোইকা বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য মোছা. নাসিমা বেগম।
 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের সাংস্কৃতিক বিনিময়কে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]