দেশে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে হিলি বন্দর দিয়ে ভারত থেকে আমদানি শুরু

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০১:৪৬:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০১:৫৫:১৮ পূর্বাহ্ন

দেশে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ কার্যক্রমে অংশ নেবে পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান।
 

রোববার দুপুরে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মো. ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিটি প্রতিষ্ঠানকে ৩০ টন করে পেঁয়াজ আনার অনুমতি দেওয়া হয়েছে। তিনি বলেন, ব্যবসায়ীদের সুবিধার্থে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
 

স্থানীয় পাইকারি ব্যবসায়ীরা জানান, আমদানির খবর বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। মাত্র দুই দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকা কমে গেছে। যেখানে গত দুই দিন আগে কেজি প্রতি ৭৫ টাকায় বিক্রি হয়েছে, সেখানে বর্তমানে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকায়।
 

এদিকে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, অনুমোদন পাওয়া পাঁচটি প্রতিষ্ঠান ইতোমধ্যে এলসি খোলা শুরু করেছে। আশা করা হচ্ছে, সোমবার থেকেই ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]