বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যানের মালিক ও তৌহিদ আফ্রিদির বাবা গ্রেফতার

আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১০:০২:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১০:০২:২১ অপরাহ্ন
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় দায়ের করা হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ডিবি সূত্র জানায়, ওয়ারী বিভাগের একটি দল গুলশানের নিজ বাসা থেকে নাসির উদ্দিনকে আটক করে।
 
মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় এই হত্যা মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক নিয়মিত মামলাও রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]