
নেত্রকোনার কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতে জব্দ হওয়া প্রায় ২০০ ঘনফুট বালুভর্তি একটি নৌকা রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে আদালতের অভিযানে বালুভর্তি নৌকাটি আটক করে ঘাটে রাখা হলেও রবিবার (১৭ আগস্ট) সকালে সেটি আর পাওয়া যায়নি।
ঘটনাটি নিশ্চিত করেছেন বিশরপাশা তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. শাহীদুল ইসলাম। তিনি জানান, শ্রমিকের অভাবে শনিবার রাতে বালু খালাস করা সম্ভব হয়নি। কিন্তু সকালে গিয়ে দেখা যায়, নৌকাসহ জব্দ বালু নেই। নৌকার মালিকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং বালুভর্তি নৌকা উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই নৌকাটি আটক করা হয়। নৌকার মালিক মো. বাবুল মিয়াকে (চামারদানী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে) ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বালু জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান জানান, অভিযানে জরিমানা আদায়ের পাশাপাশি মৌখিকভাবে পুলিশকে জব্দকৃত বালু সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নৌকা ও বালু রাতারাতি উধাও হওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।