
প্রতিবেদক: ইরফান ইবনে আমিন পাটোয়ারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে মালয়েশিয়ার লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ (১৭ আগস্ট) সকাল এগারোটায় উপাচার্য কার্যালয়ের কনফারেন্স কক্ষে এই সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে মালয়েশিয়ার লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ (১৭ আগস্ট) সকাল এগারোটায় উপাচার্য কার্যালয়ের কনফারেন্স কক্ষে এই সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের পক্ষে লিঙ্কন-ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের ডেপুটি ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ড. জাহিদ সিরাজ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক চুক্তির আওতায় যৌথ শিক্ষা-গবেষণা, শিক্ষক-ছাত্র বিনিময়, প্রকাশনা, প্রশিক্ষণ কর্মশালা, প্রফেশনাল ট্রেনিং ও সার্টিফিকেশন এবং ইন্টার্নশিপের ইত্যাদির ব্যবস্থা করতে যৌথভাবে কাজ করবে উভয় শিক্ষা প্রতিষ্ঠান।
সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক ড. আইরীন আক্তার, ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম প্রমুখ।