সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, লঘুচাপের প্রভাবে দমকা হাওয়ার আশঙ্কা

আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৬:১৭:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৬:১৭:১২ অপরাহ্ন

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।
 

রোববার (১৭ আগস্ট) প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপটি অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘণীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোতে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
 

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সঙ্গে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে জেলেদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]