ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফের পদত্যাগ

আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৬:১১:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৬:১১:০৭ অপরাহ্ন

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি গত বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি রবিবার (১৭ আগস্ট) সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হয়েছে।
 

২০২৪ সালের অক্টোবরে এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি ছিলেন। তবে পদত্যাগ প্রসঙ্গে ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের কিছু নিয়ম বাস্তবায়নে ব্যর্থতার কারণেই তার পদত্যাগপত্র জমা পড়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সোমবারের পরিচালনা পর্ষদের সভায় নেওয়া হবে।
 

চলতি মাসেই দেশের ব্যাংক খাতে ধারাবাহিকভাবে কয়েকজন শীর্ষ নির্বাহী পদত্যাগ করেছেন। সাউথইস্ট ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানো হয়, আর মেঘনা ও কমার্স ব্যাংকের এমডিরা আকস্মিকভাবে দায়িত্ব ছাড়েন।
 

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, কোনো এমডি পদত্যাগ করলে বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হয়। এরপর বাংলাদেশ ব্যাংক পর্যালোচনা করে পদত্যাগ কার্যকর হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়। অতীতে এমন নজিরও রয়েছে যেখানে পদত্যাগপত্র জমা দেওয়ার পর কোনো এমডিকে আবার দায়িত্বে ফেরানো হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]