
চিকিৎসা শিক্ষা ও রোগীসেবার মানোন্নয়নের লক্ষ্যে সরকার দেশের একাডেমিক (শিক্ষা) হাসপাতাল এবং সেবা হাসপাতাল পৃথক করার উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং বিভাগীয় পর্যায়ে এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য খসড়া প্রণয়ন করা হয়েছে।
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে বিপুল সংখ্যক রোগীর চাপ থাকায় শিক্ষানবিশ চিকিৎসকদের পড়াশোনার পাশাপাশি বহির্বিভাগে কাজ করতে হয়। এর ফলে একদিকে প্রশিক্ষণ ব্যাহত হচ্ছে, অন্যদিকে রোগীরাও কাঙ্ক্ষিত মানের সেবা পাচ্ছেন না। বিশেষজ্ঞদের মতে, শিক্ষা ও সেবা আলাদা হলে শিক্ষার্থীরা হাতে-কলমে যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন এবং একই সঙ্গে রোগীরাও উন্নত চিকিৎসা পাবেন।
সংশ্লিষ্টরা মনে করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার দুই খাতেই ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও কর্মক্ষমতা বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে।