সমুদ্র ছুঁয়ে আকাশে উঠবে কক্সবাজারের আন্তর্জাতিক ফ্লাইট

আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৭:৪২:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৭:৪২:৫৫ পূর্বাহ্ন

কক্সবাজার বিমানবন্দর আগামী ২ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। সমুদ্রের বুক ছুঁয়ে উড়াল ও অবতরণের জন্য প্রস্তুত রানওয়ে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে বিমানবন্দরের টার্মিনাল ভবনসহ কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনও চলমান, যা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার জন্য দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।

সম্প্রসারণ প্রকল্পের আওতায় রানওয়েতে যুক্ত হয়েছে অতিরিক্ত ১ হাজার ৭০০ ফুট অংশ, যা পুরোপুরি সমুদ্রের ওপর নির্মিত। এর ফলে রানওয়ের দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১০ হাজার ৭০০ ফুট, যা বর্তমানে দেশের দীর্ঘতম। প্রজেক্ট কো-অর্ডিনেটর এম. মোশাররফ হোসেন জানিয়েছেন, সম্প্রসারিত রানওয়ের পেইন্টিং কাজ প্রায় শেষ হয়ে এসেছে এবং নির্ধারিত সময়ের আগেই এটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

যাত্রী অভ্যর্থনা, ইমিগ্রেশন, কনভেয়ার বেল্টসহ টার্মিনাল ভবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনও শেষ হয়নি। কক্সবাজার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী মো. মঈনুদ্দিন জানিয়েছেন, পুরো কাজ শেষ হতে ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে, তবে যত দ্রুত সম্ভব তা শেষ করার চেষ্টা চলছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মানের বিমানবন্দর চালু হলে কক্সবাজারের পর্যটন খাতে বিপ্লব ঘটবে এবং স্থানীয় অর্থনীতিতে আসবে বড় পরিবর্তন। তবে এর পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। এভিয়েশন বিশেষজ্ঞ নাফীস ইমতিয়াজ উদ্দিন বলেন, বিমানবন্দরের কার্যক্রম চালানোর জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত থাকলেও পর্যটন এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করাই হবে মূল চ্যালেঞ্জ।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চালুর মাধ্যমে কক্সবাজারের অর্থনৈতিক সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পাবে। এজন্য কাস্টমস, ইমিগ্রেশন ও বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দ্রুত নিশ্চিত করা প্রয়োজন।

২০২১ সালে শুরু হওয়া এ প্রকল্প সম্পন্ন হলে কক্সবাজার হয়ে উঠবে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর। এর মাধ্যমে আকাশপথে নতুন আন্তর্জাতিক সংযোগ স্থাপিত হবে, যা কক্সবাজারের অর্থনীতি ও পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]