হজ ও ওমরাহ সহজ ও সাশ্রয়ী করতে সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে: বিমান সচিব

আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০১:৩০:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০২:০৪:৪০ পূর্বাহ্ন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেছেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে হজ ও ওমরাহ ব্যবস্থাপনাকে আরও সহজ ও সাশ্রয়ী করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
 

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলা ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 

বিমান সচিব জানান, গত বছরের হজ ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন হয়েছিল এবং ব্যয় কমাতে বিমান ভাড়া ৩০ হাজার টাকা পর্যন্ত হ্রাস করা হয়েছিল। তিনি বলেন, চলতি বছরে হজযাত্রী পরিবহনে যুক্ত থাকা অন্যান্য এয়ারলাইন্সের সাথে আলোচনার মাধ্যমে আরও সাশ্রয়ী ভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।
 

তবে তিনি উল্লেখ করেন, কেবল বিমান ভাড়া কমলেই সামগ্রিক ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে না। হজের অন্যান্য খরচের খাত যেমন আবাসন, খাদ্য ও সেবার দিকগুলোও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
 

তিনি হজ ও ওমরাহ যাত্রীদের উন্নত সেবা প্রদানে হজ এজেন্সিগুলোর প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করে হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
 

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আ. আউয়াল হাওলাদার, যুগ্মসচিব (হজ) ড. মো. মঞ্জুরুল হক, বিমান বাংলাদেশের পরিচালক (বিপণন) আশরাফুল আলম, হাব-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এবং শাহজালাল ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ বক্তব্য দেন।
 

স্বাগত বক্তব্য দেন হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি হজ ও ওমরাহ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]