
দেশের স্বাস্থ্যসেবা খাতে মানোন্নয়নের জন্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে মুনাফার একটি অংশ পুনঃবিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, যদি হাসপাতালগুলো তাদের প্রফিটের অন্তত ১০ শতাংশ কর্মকর্তা-কর্মচারীর কল্যাণ ও সেবার মান উন্নয়নে ব্যয় করে, তবে একসময় শুধু দেশের মানুষ নয়, বিদেশ থেকেও রোগীরা বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় এ মতামত ব্যক্ত করেন তিনি।
ড. আসিফ নজরুল বলেন, “দেশের চিকিৎসকদের অনেক সময় রোগীদের কথা শোনার ধৈর্য থাকে না। গরিব রোগীদের অপ্রয়োজনীয় টেস্ট করানো এবং নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখে দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। চিকিৎসকরা দালালের মতো আচরণ করলে তা রোগীদের ভোগান্তি বাড়ায়।”
তিনি আরও উল্লেখ করেন, দেশের অনেক মানুষ চিকিৎসা নিতে বাধ্য হয়ে বিদেশে যান, যদিও তারা কখনো ঢাকাতেও আসেননি। স্থানীয় চিকিৎসা সেবার মান বাড়ানো গেলে বছরে প্রায় ৫ বিলিয়ন ডলারের বাজার দেশেই ধরে রাখা সম্ভব হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে বলেও আশ্বস্ত করেন তিনি।