বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া সতর্কবার্তা

আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১২:১৩:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১২:১৩:৪০ পূর্বাহ্ন
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে কোনোভাবেই চাঁদাবাজিকে বরদাশত করা হবে না। শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।
 
তিনি জানান, বিশেষ করে রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজির প্রবণতা তুলনামূলক বেশি। এ বিষয়ে কঠোর অবস্থান নিয়ে তিনি বলেন, “যে-ই হোক, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।”
 
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, চাঁদাবাজদের বিষয়ে কোনো চাপ নেই। তিনি সাংবাদিক ও সাধারণ মানুষকে চাঁদাবাজদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, “চাঁদাবাজ দেখলেই জানাবেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”
 
এ সময় তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত তারিখেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ভোটমুখী হলে নির্বাচন ঠেকানো কারও পক্ষে সম্ভব হবে না।
 
বাজার পরিস্থিতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম জানান, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে শাকসবজির দাম বেড়েছে। যদিও পর্যাপ্ত আলু মজুত রয়েছে, তবে পাইকারি থেকে খুচরা পর্যায়ে দাম বাড়ছে। এতে কৃষকরা প্রাপ্য দাম পাচ্ছে না, বরং মধ্যস্বত্বভোগীরাই বেশি লাভ করছে বলে মন্তব্য করেন তিনি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]