ভারতে শুরু হলো ৬জি নেটওয়ার্কের ট্রায়াল, এগিয়ে যাচ্ছে রিলায়েন্স জিও

আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৪:০১:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৪:০১:৪২ অপরাহ্ন

ভারতে পঞ্চম প্রজন্মের (৫জি) মোবাইল নেটওয়ার্ক চালুর পর এবার শুরু হয়েছে ষষ্ঠ প্রজন্মের (৬জি) নেটওয়ার্কের পরীক্ষামূলক কার্যক্রম। দেশটির শীর্ষ টেলিকম অপারেটর রিলায়েন্স জিও জানিয়েছে, তারা শুধু ট্রায়ালেই সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিকভাবে ৬জি প্রযুক্তিতে নেতৃত্ব দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।
 

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কোম্পানি ভবিষ্যতের যোগাযোগ প্রযুক্তি উন্নয়নে সক্রিয়ভাবে গবেষণা চালাচ্ছে। বর্তমানে জিও বিশ্বের সবচেয়ে বড় ডেটা অপারেটর হিসেবে প্রতি মাসে ১৭ এক্সাবাইটের বেশি ডেটা পরিচালনা করছে এবং ভারতের মোট ওয়্যারলেস ডেটা ট্র্যাফিকের প্রায় ৬০ শতাংশ নিয়ন্ত্রণ করছে।
 

টেলিকম খাতে বিগত এক দশকে জিওর অগ্রযাত্রা উল্লেখযোগ্য। ২০১৬ সালে ৪জি সেবা চালুর পর ধাপে ধাপে ২০২২ সালে ৫জি এবং ২০২৪ সালে ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস (FWA) চালু করে প্রতিষ্ঠানটি। শুধু স্থলভিত্তিক নেটওয়ার্কেই নয়, বরং নিজস্ব স্যাটেলাইট যোগাযোগ প্ল্যাটফর্ম গড়ে তুলছে তারা। একই সঙ্গে ভারতে স্পেসএক্সের সহযোগিতায় স্টারলিংক ব্রডব্যান্ড সেবা চালুর প্রস্তুতিও নিচ্ছে। ২০২৫ সালের মার্চ পর্যন্ত জিওর ৫জি ব্যবহারকারী সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৯ কোটি, যা কোম্পানির মোট ওয়্যারলেস ডেটা ব্যবহারের প্রায় ৪৫ শতাংশ। পাশাপাশি ব্রডব্যান্ড খাতে প্রতিষ্ঠানটি প্রায় ১৮ কোটি গৃহস্থালীকে সংযুক্ত করেছে, যা শিল্পে নতুন সংযোগের ৮৫ শতাংশের সমান।
 

টেলিকম বিশেষজ্ঞরা মনে করছেন, ৬জি ট্রায়াল শুরু হওয়ার মধ্য দিয়ে ভারত বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় আরও এগিয়ে যাবে এবং রিলায়েন্স জিও সেই যাত্রায় বড় ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]