
সেনাবাহিনী রাজশাহীর কাদিরগঞ্জে অবস্থিত ‘ডক্টর ইংলিশ’ নামের একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আধুনিক ডিভাইস উদ্ধার করেছে। সামরিক বাহিনী বর্তমানে সেটি ঘিরে রেখেছে এবং আশেপাশের এলাকায় আরও নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে ।
ঘটনাস্থলটি পরিচালনা করেন সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই, মুনতাসিরুল অনিন্দ্য। সেনাবাহিনী সূত্র জানায়, উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে—দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলবার, তিন বক্স ইয়ারগান শিশা, একটি ম্যাগনেট, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস ডিভাইস, চারটি ওয়াকিটকি, একটি ট্রেজারগান, দশটি সিমকার্ড, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫টি মদের বোতল ।
এই অভিযান সম্পর্কে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, “সেনাবাহিনীর অভিযানের বিষয়ে আমার কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। তবে সেনাবাহিনী পুলিশকে হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে।” এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি ।