আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ: দুইজন গ্রেপ্তার

আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১০:৫৪:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১০:৫৪:২১ পূর্বাহ্ন
আশুলিয়ার একটি পোশাক কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার সন্ধ্যায় ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং পরে রাতে থানায় হস্তান্তর করা হয়। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান।
 
গ্রেপ্তারকৃতরা হলেন রংপুরের বদরগঞ্জ থানার উত্তর বাউচার গ্রামের আকতারুল ইসলামের ছেলে মতিউর রহমান (২৮) এবং নীলফামারীর ডিমলা থানার দোহারপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (২৫)। তারা দুজনই আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
 
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার নিশ্চিন্তপুরে অনন্ত গ্রুপের একটি পোশাক কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি এক সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার পরের দিন যৌথ বাহিনীর অভিযানে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
 
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, গ্রেপ্তার দুইজনকে থানায় আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]