
স্মার্টফোন এখন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে সাইবার অপরাধীরা নানা কৌশলে অনেকের ফোনে আড়িপেতে ব্যবহারকারীর ব্যক্তিগত কার্যক্রম পর্যবেক্ষণ করছে। শুধু তাই নয়, ফোনে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি, ছবি কিংবা আর্থিক তথ্য হাতিয়ে নিয়ে অনেক সময় ব্যবহারকারীকে অর্থনৈতিক ক্ষতি, হয়রানি এমনকি ব্ল্যাকমেলের মুখোমুখি হতে হচ্ছে। তাই আগেভাগে সতর্ক না হলে বিপদের শিকার হওয়া খুব সহজ।
বিশেষজ্ঞরা বলছেন, আড়িপাতা অ্যাপগুলো সবসময় ফোনের ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকে। ফলে স্বাভাবিকের চেয়ে দ্রুত ব্যাটারি ফুরিয়ে যায় এবং ফোন অল্প সময় ব্যবহার করলেই অস্বাভাবিকভাবে গরম হয়ে ওঠে। এটি অনেক সময় ম্যালওয়্যার উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।
এছাড়া ফোনের সেটিংস মেনুতে ইনস্টল করা অ্যাপের তালিকা পর্যবেক্ষণ করেও আড়িপাতা সফটওয়্যার শনাক্ত করা সম্ভব। তালিকায় অচেনা বা অপ্রয়োজনীয় কোনো অ্যাপ চোখে পড়লে তা সন্দেহজনক হতে পারে। এই ধরনের অ্যাপ অবিলম্বে আনইনস্টল করা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা।