সীতাকুণ্ডে আগুনে জাহাজের নিরাপত্তা সরঞ্জামের তিন দোকান ভস্মীভূত

আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৯:১১:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৯:১১:১২ পূর্বাহ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে জাহাজের নিরাপত্তা সরঞ্জাম বিক্রির তিনটি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেয়ারম্যানঘাটা এলাকায় এ ঘটনা ঘটে, যা স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রথমে পুরানো জাহাজের নিরাপত্তা সরঞ্জাম বিক্রির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে থাকা মালামাল সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।
 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মহাসড়কের পাশে আগুন লাগায় তীব্র ধোঁয়া ও আগুনের কারণে ওই সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]