ভোলাগঞ্জ সাদাপাথরে পাথর লুট: অজ্ঞাত ১-দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা

আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৮:০৪:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৮:০৪:৩৭ পূর্বাহ্ন

সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর থেকে কয়েকশ কোটি টাকার পাথর লুটের ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত এক হাজার থেকে দেড় হাজার জনকে আসামি করা হয়েছে।
 

শুক্রবার (১৫ আগস্ট) খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ আনোয়ারুল হাবীব বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।
 

এজাহারে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে কিছু দুষ্কৃতকারী সরকারি গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার পাথর লুট করেছে। এ বিষয়ে জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও অভিযুক্তদের সুনির্দিষ্ট পরিচয় এখনো শনাক্ত হয়নি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]