আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক শেষ: ইউক্রেন যুদ্ধ নিয়ে ‘অগ্রগতি’, তবে চুক্তি এখনো হয়নি

আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৭:৫৯:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৭:৫৯:২৪ পূর্বাহ্ন

আলাস্কার অ্যানকোরেজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠক শেষ হয়েছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে ইতিবাচক অগ্রগতি হলেও চূড়ান্ত সমাধান এখনো হয়নি।
 

স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ৮ মিনিটে অ্যানকোরেজের মার্কিন সামরিক ঘাঁটিতে এ বৈঠক শুরু হয়। আলোচনায় দুই দেশের শীর্ষ কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বৈঠকটি ছিল “অত্যন্ত ফলপ্রসূ।” তবে তিনি স্বীকার করেন, কিছু বিষয় এখনও মীমাংসিত হয়নি।
 

ট্রাম্প জানান, আগামীতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে আলোচনা হবে এবং যে কোনো সম্ভাব্য চুক্তি শেষ পর্যন্ত তাদের সম্মতির ওপর নির্ভর করবে। তিনি বলেন, “অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু আমরা এখনো শেষ ধাপে পৌঁছাইনি।”
 

অন্যদিকে প্রেসিডেন্ট পুতিনও ইউক্রেন যুদ্ধকে একটি “ট্রাজেডি” হিসেবে উল্লেখ করে জানান, সংঘাতের মূল কারণগুলো সমাধান ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। যদিও তিনি স্পষ্ট করে বলেননি, কোন কারণগুলোকে তিনি প্রধান মনে করছেন। পুতিন আশা প্রকাশ করেন, ইউক্রেনীয় ও ইউরোপীয় পক্ষ শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না।
 

যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, “শুভকামনার স্বর প্রকাশের জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাই।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দুই দেশকেই নিজেদের স্বার্থের ভারসাম্য বজায় রেখে ফলাফলের দিকে মনোযোগ দিতে হবে।
 

বৈঠকে ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বিশেষ দূত স্টিভ উইটকফ। আর পুতিনের সঙ্গে অংশ নেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং প্রেসিডেন্টের মুখপাত্র ইউরি উশাকভ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]