মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অধিদফতরে যেতে নতুন নিয়ম

আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৩:২০:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৩:২০:৩৩ পূর্বাহ্ন
মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর প্রধান ও শিক্ষক-কর্মচারীদের জন্য অধিদফতরে উপস্থিতির নতুন নীতি জারি করেছে কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে অধিদফতরে যেতে হলে অবশ্যই অনুমতিপত্র বা ছুটির আবেদনপত্র সঙ্গে রাখতে হবে, অন্যথায় প্রযোজ্য নিয়মে ব্যবস্থা নেওয়া হবে।
 
১৪ আগস্ট অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত অধিদফতরে আসার প্রবণতায় প্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রমে বিঘ্ন ঘটছে এবং শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমপিওভুক্তিকরণ, বিশেষ বরাদ্দ, উচ্চতর স্কেল, পদোন্নতি, জন্মতারিখ সংশোধন, বকেয়া প্রদান, প্রশিক্ষণ মনোনয়ন, ইনডেক্স প্রদান বা কর্তনসহ সব ধরনের আবেদন শুধুমাত্র প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে অনলাইনে বা ডাকযোগে পাঠাতে হবে। তৃতীয় পক্ষের মাধ্যমে এসব আবেদন গ্রহণযোগ্য হবে না।
 
অধিদফতরে আগমনের সময় শাখা কর্মকর্তারা ছুটি বা অনুমতিপত্র যাচাই করবেন। নির্দেশনা লঙ্ঘন করলে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]