ঝিলমিল প্রকল্পে নিয়মবহির্ভূত প্লট বাতিল: সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ চালক তালিকায়

আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৩:০৮:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৩:০৮:২৩ পূর্বাহ্ন
রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পে নিয়মবহির্ভূতভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ১৫ জন গাড়িচালকের জন্য বরাদ্দ দেওয়া প্লট বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে রাজউক চেয়ারম্যানকে জরুরি ভিত্তিতে এই বরাদ্দ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
 
১৪ আগস্ট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব বরাদ্দে বিধিমালা লঙ্ঘন ও কোটার সীমা অতিক্রমের প্রমাণ পাওয়া গেছে। তদন্তে জানা যায়, সংশ্লিষ্ট গাড়িচালকরা কোনো আনুষ্ঠানিক আবেদন না করেও প্রাক্তন প্রধানমন্ত্রীর কার্যালয়ের লিখিত নির্দেশনার ভিত্তিতে প্লট পেয়েছিলেন।
 
জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনের পর গঠিত দুটি পৃথক তদন্ত কমিটি এ বিষয়ে অনুসন্ধান চালায়। প্রতিবেদনে বলা হয়, ৩ থেকে ৫ কাঠা আয়তনের এসব প্লট বরাদ্দ নিয়মবহির্ভূত ছিল এবং আবেদনকারীরা প্রক্রিয়া অনুসরণ করেননি। তদন্ত শেষে কমিটিগুলো বরাদ্দ বাতিলের সুপারিশ করে, যা মন্ত্রণালয় বাস্তবায়ন করেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]