বৈধতা ছাড়া নির্বাচনের অর্থ নেই: ড. মুহাম্মদ ইউনূস

আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৩:০৩:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৩:০৩:৩০ পূর্বাহ্ন
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বৈধতা ছাড়া কোনো নির্বাচনেরই অর্থ থাকে না। মালয়েশিয়া সফরকালে সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই তার প্রধান দায়িত্ব।
 
১৩ আগস্ট প্রকাশিত সাক্ষাৎকারে ড. ইউনূস জানান, আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে তার সরকার ব্যাপক রাজনৈতিক সংস্কারের কাজ করছে। গত বছরের আগস্টে সরকার পতনের পর এটি হবে দেশের প্রথম নির্বাচন। তিনি বলেন, রাজনৈতিক ব্যবস্থায় দীর্ঘদিন ধরে কারচুপি ও অপব্যবহারের সংস্কৃতি ছিল, যা পরিবর্তনে তারা প্রায় শেষ ধাপে পৌঁছে গেছেন।
 
প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত আশ্রয়ের প্রসঙ্গও তোলেন। তার দাবি, বাংলাদেশ হাসিনাকে ফেরত চাইলেও ভারত প্রত্যর্পণের অনুরোধ মেনে নেয়নি, ফলে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন, হাসিনাকে রাখতে তারা আপত্তি করবেন না, তবে বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া উচিত নয়।
 
ড. ইউনূস আরও বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে তারা সব দেশের সঙ্গেই বিনিয়োগবান্ধব সম্পর্ক বজায় রাখতে চান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, পাকিস্তান ও চীনের পাশাপাশি ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে তুলতে তারা আগ্রহী। তার ভাষায়, এটি কোনো দেশের জন্য বিশেষ সুবিধা নয়, বরং সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের প্রচেষ্টা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]