বাংলাদেশি টাকায় ৭০টিরও বেশি দেশে রবি-এয়ারটেলের রোমিং সেবা

আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১০:২৬:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১০:২৬:৫৮ পূর্বাহ্ন

বিদেশ ভ্রমণকারীদের জন্য আরও সহজ হলো মোবাইল রোমিং সেবা। এখন থেকে রবি ও এয়ারটেল গ্রাহকরা ৭০টিরও বেশি দেশে বাংলাদেশি টাকায় সরাসরি মূল ব্যালান্স থেকে রোমিং প্যাক কিনতে পারবেন। এ সুবিধা ‘মাই রবি’ ও ‘মাই এয়ারটেল’ অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে, যেখানে কোনো ক্রেডিট কার্ড বা আন্তর্জাতিক পেমেন্টের প্রয়োজন হবে না। প্যাক কেনার পর এটি কার্যকর হবে শুধুমাত্র গন্তব্যে পৌঁছানোর পর থেকে।
 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকায় রবির কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে এই সেবা আনুষ্ঠানিকভাবে চালুর ঘোষণা দেওয়া হয়। রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ জানান, নতুন রোমিং প্যাকগুলোতে বেশি ডাটা, উন্নত ফিচার এবং প্রতিযোগিতামূলক দাম রাখা হয়েছে। এতে রয়েছে সাশ্রয়ী ডাটা বান্ডেল, কম্বো অফার এবং এশিয়া-স্পেশাল প্যাক, যা অ্যাপের মাধ্যমে দ্রুত সক্রিয় করা যাবে।
 

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের যুগ্ম পরিচালক শাহজাহান আলী বলেন, স্থানীয় মুদ্রায় রোমিং সুবিধা বিদেশে লেনদেনকে সহজ ও স্বচ্ছ করবে এবং আন্তর্জাতিক পেমেন্টের ওপর নির্ভরতা কমাবে। তিনি একে বাংলাদেশের টেলিকম খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান মনি, উপপরিচালক ফারজানা রহমান এবং রবির শীর্ষ কর্মকর্তারা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]