স্বাধীনতা দিবসে পাকিস্তানকে মোদির কড়া সতর্কবার্তা: ‘রক্ত ও পানি একসাথে প্রবাহিত হবে না’

আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১০:১৫:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১০:২৪:৪২ পূর্বাহ্ন

ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে পাকিস্তানকে সরাসরি ও কঠোর বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৫ আগস্ট) দিল্লির ঐতিহাসিক লাল কেল্লা থেকে দেওয়া ভাষণে তিনি স্পষ্টভাবে জানান, ভারত পারমাণবিক হুমকি বা ব্ল্যাকমেইল মেনে নেবে না। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, ভারত আর সিন্ধু পানিচুক্তির শর্তে সম্মত নয় এবং দেশের ন্যায্য পানি অধিকার রক্ষায় আপসহীন থাকবে।
 

১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু পানিচুক্তি সিন্ধু নদী ব্যবস্থার পানি বণ্টনের নিয়ম নির্ধারণ করেছিল। তবে চলতি বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। সেই প্রেক্ষাপটে স্বাধীনতা দিবসের ভাষণে মোদি বলেন, “রক্ত আর পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না।” তিনি দাবি করেন, চুক্তিটি ভারতের জনগণের প্রতি অবিচার ছিল, কারণ দেশের নদীগুলো শত্রু দেশের সেচে ব্যবহৃত হলেও অনেক ভারতীয় কৃষক পানি সংকটে ছিলেন। তাই ভারতের পানির অংশ কেবল ভারত ও তার কৃষকদের জন্যই নির্ধারিত থাকবে বলে জানান তিনি।
 

মোদি আরও বলেন, কৃষক ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস নয়। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকির জবাবে তিনি সতর্ক করে দেন, শত্রুপক্ষ যদি আর কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তবে ভারতীয় সশস্ত্র বাহিনী কঠোর প্রতিক্রিয়া জানাবে। তার ভাষায়, “ভারত আর পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না, এবং রক্ত ও পানি একসাথে প্রবাহিত হবে না।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]