
প্রতি বছর কোটি কোটি মুসলিমের হৃদয়ের টান মক্কা ও মদিনায়। বিশেষত হজ বা উমরাহ পালনের সময় মসজিদুল হারামে গেলে একাধিকবার শোনা যায় নিরাপত্তাকর্মীদের উচ্চারণ—“ইয়াল্লা হাজ্জি, ইয়াল্লা হাজ্জি।” ভিড় সামলাতে এবং হজযাত্রীদের সুশৃঙ্খলভাবে চলাচল নিশ্চিত করতে তারা এই বাক্যটি ব্যবহার করেন।
আসলে ‘ইয়াল্লা হাজ্জি’ দুটি আরবি শব্দের সমন্বয়। ‘ইয়াল্লা’ মানে “চলুন” বা “এগিয়ে যান”। আর ‘হাজ্জি’ মানে হজ বা উমরাহযাত্রী। একসঙ্গে অর্থ দাঁড়ায়, “চলুন হাজি সাহেব” বা “হাজি সাহেব, এগিয়ে চলুন।” ভিড় জমে গেলে বা পথ ফাঁকা করার প্রয়োজন হলে নিরাপত্তাকর্মীরা বলেন “ইয়াল্লা হাজ্জি তরিক।” এর মানে, “চলুন হাজি, রাস্তা দিন” বা “পথ খালি করুন।”
বিশ্বের অন্যতম বৃহৎ সমাবেশ হজ। এখানে সুষ্ঠু ব্যবস্থাপনা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই নির্দেশনা বোঝাতে এসব আরবি শব্দ ব্যবহার করেন নিরাপত্তাকর্মীরা। হজ বা উমরাহতে যাওয়ার আগে এসব বাক্যের অর্থ জানা থাকলে হাজিদের পক্ষে নির্দেশ মানা সহজ হয় এবং ভিড় নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করা সম্ভব হয়।