আজ শুক্রবার, ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না টানা ১৬ ঘণ্টা

আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৭:৩৪:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৭:৩৪:০৫ পূর্বাহ্ন

শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত রাজধানী ঢাকা জেলা ও আশপাশের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিতাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে ঢাকা ইপিজেড, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া এবং দেওয়ান ইদ্রিস সড়কের আশপাশের এলাকাগুলো সরাসরি প্রভাবিত হবে। পাশাপাশি অন্যান্য নিকটবর্তী অঞ্চলে গ্যাসের চাপ কমে যেতে পারে।

কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, চলমান উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে নিতে এই ধরনের পাইপলাইন স্থানান্তর কার্যক্রম জরুরি হয়ে পড়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]