ভোলাগঞ্জ থেকে লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদা পাথর ডেমরায় উদ্ধার

আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০১:০৮:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০১:০৮:৪০ পূর্বাহ্ন

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ এলাকা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর রাজধানীর ডেমরা থেকে উদ্ধার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতের অভিযানে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী সাতটি আড়ত থেকে আনুমানিক ৪০ হাজার ঘনফুট আস্ত ও ক্রাশড সাদা পাথর জব্দ করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-১১ এর তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর নিচে নদীর তীরে আনলোড হচ্ছে। সন্ধ্যা থেকে ডেমরা সারুলিয়া ও শুকুরসী ঘাট এলাকায় গোয়েন্দা নজরদারি চালানোর পর রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে যৌথ অভিযান শুরু হয়। অভিযান চলাকালে বালু দিয়ে ঢাকা অবস্থায় বিপুল পরিমাণ পাথরবোঝাই ট্রাক পাওয়া যায়।

র‍্যাব-১১ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, সম্প্রতি ভোলাগঞ্জ থেকে প্রায় ২ লাখ ঘনফুট সাদা পাথর এবং প্রায় ৬ লাখ ঘনফুট বালু লুট হয়েছে, যার বাজারমূল্য কয়েকশ কোটি টাকা। তিনি আরও বলেন, উদ্ধার করা পাথরের বেশিরভাগই অবৈধভাবে উত্তোলন করে ক্রাশার মেশিনে ছোট করা হয়েছিল। এসব অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে পরিবেশ আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান শুরু হলে সংশ্লিষ্ট আড়তের কর্মীরা পালিয়ে যায়, ফলে তাৎক্ষণিক গ্রেপ্তার সম্ভব হয়নি। তবে মালিকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছে র‍্যাব।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]