স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অভিযোগের বিষয়টি বর্তমানে তদন্তাধীন, এবং তদন্তেই এর সত্যতা প্রকাশ পাবে।
আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে চান, তাদের পদে থাকা উচিত নয় বলেও মত দেন তিনি। তার মতে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি থেকে বাঁচাতে এমন পদত্যাগ প্রয়োজন।
অন্তর্বর্তী সরকারের এক বছরের কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, এই সময়ে সাফল্যের তুলনায় ব্যর্থতার দিকটাই বেশি চোখে পড়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ কিছু ইতিবাচক অর্জন থাকলেও বহু ক্ষেত্রে ব্যর্থতা স্পষ্ট। অভ্যুত্থানের যেসব লক্ষ্য ছিল, তা বাস্তবায়িত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।