সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৬০ কোটি টাকার অবৈধ সম্পদ মামলা, যুক্তরাষ্ট্রে দুই বাড়ির সন্ধান

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৯:০৬:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৯:০৬:৪৪ অপরাহ্ন
প্রায় ৬০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৫৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
 
দুদকের তদন্তে যুক্তরাষ্ট্রে জয়ের মালিকানাধীন দুটি বাড়ির তথ্য পাওয়া গেছে, যার মূল্য কোটি কোটি টাকা। অভিযোগ রয়েছে, তিনি এসব সম্পদ আয়কর নথিতে উল্লেখ না করে বিদেশে পাচার করেছেন। এ ঘটনায় অবৈধ সম্পদ ও অর্থপাচারের ধারায় মামলা করা হয়েছে। এর আগে পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা মামলায় বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া বিদেশে বিপুল অর্থ পাচার ও সিআরআই-এর নামে অর্থ আত্মসাতের অভিযোগসহ একাধিক অনুসন্ধান দুদকের হাতে রয়েছে।
 
একই দিনে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শত কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। ২০১৯ সালে ভুয়া টিকিট বুকিং ও তা বাতিলের মাধ্যমে চারটি আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কোম্পানি বিমান থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
 
এদিন সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেনের ২২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের নোটিশও জারি করা হয়। পাশাপাশি আইনজীবী ড. শাহদীন মালিককে দুদকের পক্ষে নিয়োগ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]