১ সেপ্টেম্বর থেকে ৯ মাস–১৫ বছর বয়সীদের টাইফয়েড টিকা, অনলাইনে বাধ্যতামূলক নিবন্ধন

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৮:৫৪:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৮:৫৪:৩২ অপরাহ্ন
টাইফয়েড প্রতিরোধে আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশের ৯ মাস বয়সী শিশু থেকে শুরু করে ১৫ বছর বয়স পর্যন্ত কিশোর-কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়ন করবে এই উদ্যোগ, যা প্রথম ১০ দিন স্কুল পর্যায়ে সরাসরি পরিচালিত হবে। তবে টিকা গ্রহণের জন্য আগে থেকেই অনলাইনে নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক।
 
নিবন্ধনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে (https://vaxepi.gov.bd/registration/tcv) প্রবেশ করে জন্ম তারিখ ও ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর ইংরেজিতে প্রদান করতে হবে। এরপর লিঙ্গ নির্বাচন ও নিরাপত্তা যাচাই (ক্যাপচা) সম্পন্ন করে পরবর্তী ধাপে গিয়ে মা-বাবার মোবাইল নম্বর, ই-মেইল, পাসপোর্ট নম্বর (যদি থাকে) এবং বর্তমান ঠিকানা দিতে হবে। মোবাইলে প্রাপ্ত এককালীন ওটিপি কোড দিয়ে নিবন্ধন নিশ্চিত হবে।
 
টিকা গ্রহণের স্থান নির্বাচনকালে ‘শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক’ বা ‘বহির্ভূত’ অপশন বেছে নেওয়া যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক টিকা পেতে হলে স্কুলের নাম, ঠিকানা, শ্রেণি, থানা, ওয়ার্ড ও জোন উল্লেখ করতে হবে। বহির্ভূত বিকল্পে নিকটস্থ টিকাদান কেন্দ্র বেছে নেওয়া যাবে।
 
নিবন্ধন সম্পন্ন হলে অনলাইনে প্রাপ্ত ভ্যাকসিন কার্ড প্রিন্ট করে নির্ধারিত দিনে কেন্দ্র নিয়ে যেতে হবে। টিকা প্রদানের পর অনলাইনে সনদ পাওয়া যাবে, যা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে সংরক্ষণ করা যাবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]