খুলনায় দিনের বেলায় ময়লার গাড়ি চলাচল, দুর্গন্ধ ও যানজটে অতিষ্ঠ নগরবাসী

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ১০:৩০:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ১০:৩০:০৮ পূর্বাহ্ন

খুলনা মহানগরীতে দিনের বেলায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ময়লার গাড়ি চলাচল করছে, ফলে তীব্র দুর্গন্ধ ও যানজটে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। শিববাড়ি মোড়, নিউ মার্কেট, গল্লামারী, রূপসা ঘাটসহ গুরুত্বপূর্ণ সড়কে এসব খোলা ট্রাক থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। অনেক সময় বর্জ্য রাস্তায় পড়ে পরিবেশ দূষণও ঘটছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, উন্মুক্ত ময়লার গাড়ি থেকে ব্যাকটেরিয়া ও ভাইরাস ছড়িয়ে টাইফয়েড, ডায়রিয়া, কলেরা ও অন্যান্য রোগের ঝুঁকি বাড়ছে। এছাড়া দুর্গন্ধে শ্বাসকষ্ট, মাথা ব্যথা ও এলার্জির মতো সমস্যা তৈরি হচ্ছে।

নগরবাসীর অভিযোগ, দিনের বেলা এসব গাড়ি চলাচলে শুধু দুর্গন্ধই নয়, বরং যানজটও হচ্ছে। তারা রাতের বেলা বা ভোরে ময়লা পরিবহনের দাবি জানিয়েছেন। পরিবেশবিদরা বলছেন, কেসিসির উদাসীনতা ও স্বদিচ্ছার অভাবের কারণে সমস্যার সমাধান হচ্ছে না।

কেসিসি সূত্র জানায়, শহরে প্রতিদিন প্রায় ৮০০ টন বর্জ্য অপসারণ করা হয় ৬০টি গারবেজ ট্রাকের মাধ্যমে। তবে কিছু এলাকায় ময়লা বেশি জমে গেলে দিনের বেলাতেই তা অপসারণ করা হয়। কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কোহিনুর জাহান জানিয়েছেন, দিনের বেলায় ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]