ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে গুরুতর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ১০:২৮:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ১০:২৮:২৬ পূর্বাহ্ন

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘অত্যন্ত গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
 

মঙ্গলবার ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ১৫ আগস্ট আলাস্কায় শীর্ষ বৈঠকে এ বিষয়ে সরাসরি আলোচনা হবে। তিনি বলেন, “হ্যাঁ, হবে। খুবই গুরুতর পরিণতির মুখে পড়তে হবে।”
 

এর আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন, যেটিকে তিনি “খুব ভালো” ও “আন্তরিক” হিসেবে উল্লেখ করেন। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে এটি হবে পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। বৈঠকটি আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরে অনুষ্ঠিত হবে এবং এখান থেকেই পুতিন, জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের পথ তৈরি হতে পারে।
 

ট্রাম্প জানান, প্রথম বৈঠকে পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন এবং ফলপ্রসূ হলে দ্রুতই দ্বিতীয় বৈঠকের আয়োজন করতে চান। তবে প্রয়োজনীয় সাড়া না পেলে দ্বিতীয় বৈঠক নাও হতে পারে বলেও তিনি সতর্ক করেছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]