বেক্সিমকো অর্থপাচার মামলায় ইন্ডিপেন্ডেন্ট টিভি সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ১০:২৭:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ১০:২৭:১০ পূর্বাহ্ন

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে হাজার হাজার কোটি টাকা অর্থপাচারে সম্পৃক্ত থাকার অভিযোগে ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান সম্পাদক ও সিইও এম শামসুর রহমান মোমেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
 

বুধবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, শেয়ারবাজার জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি, প্রতারণা ও অবৈধ প্রভাব খাটিয়ে সরকারি-বেসরকারি ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ এবং বিদেশে পাচারের অভিযোগে সালমান এফ রহমানের পরিবার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, এম শামসুর রহমানও এই অর্থপাচারের সঙ্গে জড়িত এবং যে কোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন।
 

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আদালত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]