ভোলাগঞ্জে পাথর লুট রোধে কড়া নজরদারি, রাতভর যৌথবাহিনীর তল্লাশি

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৯:২৩:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৯:২৩:৪৫ পূর্বাহ্ন

সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় সাম্প্রতিক নজিরবিহীন লুটপাটের ঘটনায় দেশজুড়ে সমালোচনার প্রেক্ষিতে চুরি হওয়া পাথর উদ্ধারে ও নিরাপত্তা জোরদারে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সিদ্ধান্ত হয়েছে—চুরি হওয়া পাথর ফেরত এনে আগের অবস্থানে বসানো হবে এবং পর্যটন এলাকা ও আশপাশে ২৪ ঘণ্টা যৌথবাহিনী মোতায়েন থাকবে।

বুধবার (১৩ আগস্ট) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ভোলাগঞ্জ সড়কের প্রবেশমুখসহ জাফলং, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বিভিন্ন সড়কে যৌথবাহিনী তল্লাশি চালায়। এ সময় একের পর এক পাথরবোঝাই ট্রাক থামিয়ে আমদানির প্রমাণপত্র যাচাই, চালক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ এবং পাথরের উৎস পরীক্ষা করা হয়। বৈধ কাগজপত্র থাকলে ট্রাকগুলোকে গন্তব্যে যেতে দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ জানান, রাতভর অভিযানে প্রায় দেড়শ থেকে দুইশ ট্রাক তল্লাশি করা হয়েছে। যেসব ট্রাক অবৈধ প্রমাণিত হবে, সেগুলো জব্দের ব্যবস্থা নেয়া হবে।

যৌথবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মো. রাজিব হোসাইন জানান, শহরমুখী পাথরবোঝাই ট্রাক আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পরীক্ষা করা হচ্ছে এবং সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। এর আগে সন্ধ্যায় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের এক সভায় এ অভিযানসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানিয়েছেন, পাথর চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তিন সদস্যের তদন্ত কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে, যা ১৭ আগস্ট প্রতিবেদন দেবে।

প্রশাসনের পাঁচ দফা সিদ্ধান্ত অনুযায়ী—জাফলং ইসিএ ও সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনী মোতায়েন, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের স্থায়ী চেকপোস্ট স্থাপন, অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, পাথর চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং চুরি হওয়া পাথর আগের স্থানে ফেরত আনা হবে।

স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই প্রতিদিন শত শত নৌকায় পাথর পাচার হচ্ছে, ফলে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্রের আগের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]