আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর মামলায় রায় ঘোষণার তারিখ ২১ আগস্ট

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৩:৪৮:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৩:৪৮:০৭ পূর্বাহ্ন
ঢাকার আশুলিয়ায় জুলাই মাসের গণঅভ্যুত্থান চলাকালে ছয় জনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে উভয়পক্ষের শুনানি শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামী ২১ আগস্ট এই বিষয়ে আদেশ দেবে। বুধবার (১৩ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
 
আসামিপক্ষের শুনানিতে অংশ নেন, রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন ও পাটোয়ারী এম মাহাদী হাসান। অপরদিকে, প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন— প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান। রাষ্ট্রপক্ষের শুনানি ৭ আগস্ট শেষ হওয়ার পর আসামিপক্ষ এক সপ্তাহ সময় চেয়েছিল, যা মঞ্জুর করে ১৩ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়।
 
মামলায় মোট ১৬ জন আসামি রয়েছেন, যার মধ্যে আটজন গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। বুধবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা ডিবি (উত্তর) এর সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান, শেখ আবজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার।
 
অপর আট আসামি পলাতক রয়েছেন, যাদের মধ্যে আছেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা। পলাতক আসামিদের পক্ষে ট্রাইব্যুনাল রাষ্ট্র নিযুক্ত দুই আইনজীবী নিয়োগ করেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]