ইতালি উপকূলে নৌকাডুবি: ২০ অভিবাসীর মৃত্যু, বহু নিখোঁজ

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১১:৪৫:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১১:৪৫:৩৬ অপরাহ্ন

ইতালির লাম্পেদুসা দ্বীপের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) বুধবার (১৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে জানায়, নৌকাটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই লিবিয়া থেকে যাত্রা করেছিলেন।
 

বেঁচে ফেরা যাত্রীদের বরাতে জানা যায়, নৌকাটি যখন লিবিয়া ত্যাগ করে, তখন এতে ৯২ থেকে ৯৭ জন যাত্রী ছিলেন। ডুবে যাওয়া নৌকা থেকে ইতোমধ্যে ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ১২ থেকে ১৭ জন জীবিতের সন্ধান চলছে।
 

ইউএনএইচসিআর-এর পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত মধ্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টায় অন্তত ৬৭৫ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। সংস্থাটির মুখপাত্র ফিলিপ্পো উঙ্গারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে জানান, তারা জীবিতদের সহায়তায় কাজ করছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]