ইউসিবির ৫৬ কোটি টাকা ঋণ খেলাপি, বাফুফে সহ-সভাপতি ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৭:১১:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৭:১১:৪১ অপরাহ্ন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৫৬ কোটি টাকা ঋণ পরিশোধ না করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও কে স্পোর্টসের মালিক ফাহাদ করিম এবং তার স্ত্রী নোরা লাহলালির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন এবং কপি ইমিগ্রেশন পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয়।
 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে কোনো জামানত ছাড়াই ব্যক্তিগত গ্যারান্টি ও ট্রাস্ট রিসিটের ভিত্তিতে ফাহাদ করিমের মালিকানাধীন ‘কে স্পোর্টস অ্যান্ড করিম অ্যাসোসিয়েটস’ প্রতিষ্ঠানটি ইউসিবি থেকে এই ঋণ গ্রহণ করে। পরে ঋণ পরিশোধের জন্য দুইবার পুনঃতপশিল এবং সুদ মওকুফের সুযোগ দেওয়া হলেও নিয়মিত কিস্তি পরিশোধ করা হয়নি। বরং তিনি একাধিকবার সময় বৃদ্ধি করিয়েছেন।
 

ইউসিবি অভিযোগ করে জানায়, দেশে-বিদেশে বিলাসবহুল জীবনযাপন করলেও ফাহাদ করিম ঋণ পরিশোধে অবহেলা করছেন। ঋণ আদায়ের লক্ষ্যে ব্যাংকটি গত জানুয়ারিতে অর্থঋণ আদালতে মামলা করে। মামলার শুনানিতে বাদীপক্ষের আবেদনের ভিত্তিতে আদালত ফাহাদ করিম ও তার বিদেশি নাগরিক স্ত্রী নোরা লাহলালির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]