সাংবাদিক তুহিন হত্যা মামলায় সরাসরি জড়িত সন্দেহে আরমান গ্রেফতার

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৭:০১:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৭:০২:০১ পূর্বাহ্ন
গাজীপুরে সাংবাদিক মো. তুহিনকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম রফিকুল ইসলাম আরমান।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে র‌্যাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। র‌্যাব জানিয়েছে, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় আরমান প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও ঘটনার বিস্তারিত তথ্য উদ্ধারের চেষ্টা চলছে।

সাংবাদিক তুহিন হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। মামলার অগ্রগতি ও প্রকৃত দোষীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী একাধিক অভিযান পরিচালনা করছে। র‌্যাব জানিয়েছে, এই মামলার সঙ্গে সম্পৃক্ত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]