ঢাকায় কৃষক লীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার, সিটিটিসির অভিযানে আটক

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৬:৪৮:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৬:৪৯:৫৩ পূর্বাহ্ন
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এক অভিযানে কৃষক লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মো. আব্দুর রশিদ বখতিয়ার (৪৭)-কে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিকুঞ্জ-২ এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ডিএমপি সূত্রে আরও জানা গেছে, আব্দুর রশিদ বখতিয়ার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে পরিচিত ছিলেন।

গ্রেফতারের সময় তার কাছ থেকে কোনো অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে কি না বা অভিযোগের বিস্তারিত বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য যাচাই করা হচ্ছে। এই গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে, তবে এখন পর্যন্ত কৃষক লীগ বা আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]