
আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার—এমন ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) রাতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
সভায় মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন পেশা, শ্রেণি ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রবাসীদের ভোটের আওতায় আনার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা হবে। তিনি প্রবাসীদের আহ্বান জানান, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে প্রতিনিধি নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে।
ড. ইউনূস জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার প্রবাসীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আশ্বাস দেন, বিদেশে থাকা বাংলাদেশিদের সমস্যাগুলো সমাধানে ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ সময় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী কয়েকজন উপদেষ্টা ও বিভিন্ন সংস্থার প্রধানরাও উপস্থিত ছিলেন।