বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাত দফা নির্দেশনা

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০১:২৬:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০১:২৬:২৯ পূর্বাহ্ন
বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে সাতটি বিশেষ নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ আগস্ট) জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এ নির্দেশনায় সচিবালয়ের প্রতিটি ভবন ও প্রাঙ্গণে সার্বক্ষণিক শৃঙ্খলা ও সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
 
নির্দেশনায় উল্লেখ করা হয়, দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে সচিবালয়ের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখানে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। অননুমোদিত সভা, পেশাজীবী সংগঠনের বৈঠক বা সম্মেলনও অনুমতি ছাড়া আয়োজন করা যাবে না। সন্ধ্যা ৬টার পর কিংবা ছুটির দিনে দাফতরিক কাজে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে এবং প্রয়োজন হলে পূর্বানুমতি নিতে হবে।
 
এছাড়া সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের প্রবেশ পাস দৃশ্যমান রাখতে হবে। কোনো ভবন বা প্রাঙ্গণে লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝুলানো নিষিদ্ধ করা হয়েছে। সচিবালয়ে প্রবেশের সময় গাড়ি ও ব্যক্তিদের নিরাপত্তা তল্লাশি নিশ্চিত করবে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে এসব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]