
বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র থেকে ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি ধারণক্ষমতার দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার অনুমোদন দিয়েছে। মোট ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের নিজস্ব অর্থায়নে এই জাহাজগুলো কেনা হবে। মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক সূত্রে জানা যায়, ‘দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন’ প্রকল্পের আওতায় এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে দর আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরি দিক থেকে উপযুক্ত বিবেচিত হয়। পরবর্তীতে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে জাহাজগুলো কেনার সিদ্ধান্ত হয়।
এই জাহাজগুলো যুক্ত হলে বাংলাদেশ শিপিং করপোরেশনের নৌবহরে বড় আকারের পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে, যা দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সরকারি সূত্রমতে, ক্রয় প্রক্রিয়ার সব ধাপ সম্পন্ন হওয়ার পর দ্রুত সরবরাহ কার্যক্রম শুরু হবে।