রাশিয়ার তেল আমদানিতে ভারতের ওপর শুল্ক মস্কোর অর্থনীতিতে বড় ধাক্কা: ট্রাম্প

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:৩৮:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:৩৮:০৯ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার তেল আমদানিকে কেন্দ্র করে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ মস্কোর অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। তার দাবি, এই নীতির প্রভাব রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে। মঙ্গলবার (১২ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প উল্লেখ করেন যে চলমান বৈশ্বিক চাপের পাশাপাশি ভারতসহ কয়েকটি দেশের ওপর আরোপিত মার্কিন শুল্ক রাশিয়ার অর্থনীতিকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।
 

ট্রাম্প বলেন, রাশিয়ার বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও অতিরিক্ত শুল্কের কারণে দেশটির অর্থনৈতিক অবস্থা ভালো নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, যখন রাশিয়ার অন্যতম বৃহত্তম তেল ক্রেতা ভারতকে জানানো হলো যে মস্কো থেকে তেল কিনলে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে, তখন তা রাশিয়ার জন্য বড় ধাক্কা হয়ে আসে। এর আগে যুক্তরাষ্ট্র ভারতকে ২৫ শতাংশ পারস্পরিক শুল্ক এবং রাশিয়ার তেল আমদানির জন্য অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল।
 

প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেন, তার শুল্কনীতি যুক্তরাষ্ট্রের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি ভারত-পাকিস্তানসহ পাঁচটি আন্তর্জাতিক সংঘাত নিরসনে সহায়তা করেছে। যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, যদি মস্কো যুদ্ধের পথ ছেড়ে ব্যবসায় মনোযোগ দেয়, তবে দুই দেশের মধ্যে স্বাভাবিক বাণিজ্য সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে।
 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্প জানান, শুক্রবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন এবং বৈঠকের প্রথম কয়েক মিনিটের মধ্যেই চুক্তির সম্ভাবনা আছে কিনা তা বুঝে নেবেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]