
ডেনমার্ক গাজা অঞ্চলে মানবিক সংকট মোকাবিলায় সহায়তা পাঠাতে হারকিউলিস (C-130 Hercules) সামরিক বিমান প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিমানটি সীমিত পরিমাণে মেডিকেল ও জরুরি সরবরাহ গাজার আকাশপথ দিয়ে এয়রড্রপ করবে, যা আগামী ২২ আগস্টের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন এই ঘোষণা দিয়ে জানান যে, এই উদ্যোগটি ইসরায়েলের অনুমোদিত অস্থায়ী আকাশসীমার সুযোগ গ্রহণ করে চালানো হবে। যদিও এ ধরণের এয়রড্রপ সম্পূর্ণভাবে কার্যকর বা পর্যাপ্ত কোনো সমাধান নয়, এর মাধ্যমে মানবিক সাহায্যের প্রবাহ বন্ধ থাকার কঠিন বাস্তবতার বিরুদ্ধে কিছু সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
গাজায় দীর্ঘমেয়াদি সংঘাত ও অবরোধের কারণে মানবিক পরিস্থিতি ক্রমবর্ধমান বিপর্যস্ত হচ্ছে। গত কয়েক মাস ধরে খাদ্য ও চিকিৎসা সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় গাজার এক বড় অংশেই তীব্র ভুগান্তি চলছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা বারবার সতর্ক করেছে যে, গাজায় মহামারি এবং অনাহারের শঙ্কা প্রকট হচ্ছে এবং অবিলম্বে কার্যকর, অবাধ সাহায্যের আয়োজন জরুরি। ডেনমার্কসহ পশ্চিমা দেশগুলো এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সাম্প্রতিক সময়ে এয়রড্রপের মাধ্যমে জরুরি সহায়তা পৌঁছানোর কাজকে সমর্থন করেছে, যেহেতু স্থল পথে সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
ডেনমার্কের পক্ষ থেকে বলা হয়েছে, তারা শুধুমাত্র আন্তর্জাতিক মানবিক নীতিমালা এবং মানবাধিকার রক্ষা করে এমন সহযোগিতায় অংশ নেবে এবং মানবিক সাহায্য কোনো রাজনৈতিক বা সামরিক উদ্দেশ্যে ব্যবহার করার বিরোধী। এই পদক্ষেপটি অব্যাহত মানবিক সংকট মোকাবিলায় এক প্রকার অবলম্বনমূলক চেষ্টাই বটে। তবে গাজার জনগণের জন্য ব্যাপক ও অবাধ মানবিক সাহায্যের সুব্যবস্থা ছাড়া দূরের পথ ক্ষীণ হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা সতর্ক করেছে।