রাজশাহীতে বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, টি-বাঁধে প্রবেশে নিষেধাজ্ঞা

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৯:৩০:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৯:৩০:২৭ পূর্বাহ্ন

রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে, ফলে শহরের টি-বাঁধ এলাকায় জনসমাগম ও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা দাঁড়ায় ১৭ দশমিক ৩৯ মিটার, যা বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটারের মাত্র ৬৬ সেন্টিমিটার নিচে।
 

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুখলেসুর রহমান জানিয়েছেন, প্রতিদিনই পদ্মার পানি বাড়ছে এবং তীরবর্তী চরাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। আগামী দুই দিন—মঙ্গলবার ও বুধবার—পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তবে বর্তমানে বন্যার সম্ভাবনা নেই।
 

তথ্যমতে, জুলাইয়ের শুরু থেকেই রাজশাহীতে পদ্মার পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ২৪ জুলাই পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩৫ মিটার, পরে কিছুটা কমে গেলেও ৩১ জুলাই থেকে আবারও বাড়তে শুরু করে। আগস্টের প্রথম সপ্তাহে প্রতিদিন গড়ে ২০ সেন্টিমিটারের বেশি পানি বেড়েছে। টি-বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে প্রবেশাধিকার বন্ধ রাখা হয়েছে। ইতিহাসে সর্বশেষ ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করে ১৮ দশমিক ৭০ মিটারে পৌঁছেছিল, এরপর আর বিপৎসীমা অতিক্রম করেনি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]