ভারতের নতুন বিধিনিষেধে স্থলপথে কমবে বাংলাদেশের পাটপণ্য রপ্তানি

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৯:২৮:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৯:২৮:৪৮ পূর্বাহ্ন

ভারত সরকার বাংলাদেশের পাটপণ্য আমদানিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় (ডিজিএফটি) থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য আর স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না।
 

প্রজ্ঞাপন অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় পড়েছে পাট ও পাটজাতীয় কাপড়, পাটের দড়ি বা রশি, পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা বা ব্যাগ। এসব পণ্য এখন থেকে কেবল সমুদ্রপথে, বিশেষ করে মুম্বাইয়ের নভসেবা বন্দর হয়ে আমদানি করতে হবে।
 

বাণিজ্য সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে বাংলাদেশ থেকে এই পণ্যগুলোর মাত্র ১ শতাংশ সমুদ্রপথে রপ্তানি হয়, বাকি অংশ স্থলপথে যায়। ফলে নতুন বিধিনিষেধ কার্যত এসব পণ্যের প্রধান রপ্তানি পথ বন্ধ করে দেবে।
 

এ ধরনের বিধিনিষেধ নতুন নয়। এর আগে, গত ২৭ জুন ডিজিএফটির আরেক প্রজ্ঞাপনে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়সহ বেশ কিছু পণ্য স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তে আরও চারটি পণ্যের নাম যুক্ত হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]